ফরিদপুরে তুচ্ছ ঘটনায় যুবকের মারধরে বৃদ্ধ নিহত

ফরিদপুরে বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথাকাটাকাটির জেরে মারধরের ঘটনায় সোবহান মণ্ডল নামের ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরারিদহ গ্রামের বাসিন্দা সোবহান মণ্ডলের স্ত্রী রবিবার বিকালে বাগানে গাছের পাতা পরিষ্কার করতে যায়। এ সময় প্রতিবেশী কছিমুদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথাকাটাকাটি হয়। ওই বাগান নিয়ে দীর্ঘদিন দুই পরিবারের মামলা মোকদ্দমা রয়েছে।
এরই জের ধরে সোমবার বেলা ১১টার দিকে সোবহান মণ্ডল বাড়ির পাশের মুরারিদহ চিড়ার মিল এলাকায় চায়ের দোকানে চা খেতে গেলে কছিমুদ্দিনের নাতি রাজু গতকালের ঘটনায় তাকে গালিগালাজ করে। একপর্যায়ে রাজু বৃদ্ধ সোবহান মণ্ডলকে কিল-ঘুসি মারলে সে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সাইফুল মণ্ডল বলেন, পরিকল্পিতভাবে আমার পিতাকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন যাবত তাদের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান হাসান জানান, বাগানের পাতা পরিষ্কার ও জায়গাজমি নিয়ে দ্বন্দ্বে মারপিটে এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন