রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নরসুন্দর খুন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১
অ- অ+
সন্তোষ কুমার শীল-ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্তোষ কুমার শীল(৬৫) নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সন্তোষ ওই এলাকার ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে। স্থানীয়রা এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বাজার থেকে সেলুন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। বিষয়টি মুঠোফোনে স্ত্রীকেও বলেছিলেন। এরপর সাড়ে ১১টা থেকে তাকে মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১২টার দিকে বিলের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তার ঘাঁড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, প্রাথমিকভাবে তাকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা