চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে এসব মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি। যার মূল্য প্রায় ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ২০০ টাকা। ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত এক বছরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। বিজিবি থেকে এ তথ্য জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি সূত্রে জানা যায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল, ২ হাজার ৫৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ২ হাজার ১৯৮ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ১০ কেজি হেরোইন, ৫ হাজার ৮১৮ বোতল ফেনসিডিল, এক হাজার ৩৫৯ বোতল মদ, দুই বোতল বিয়ার, ৫৮ কেজি ৬শ গ্রাম গাঁজা, ৯ হাজার ৬৩৪ পিস ইয়াবা ট্যাবলেট।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন। এসময় চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন, চুয়াডাঙ্গা ৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খান, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক মো: হায়দার আলী উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মাদক ও চোরাচালান বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। চোরাকারবারিরা সীমান্তের তারকাঁটা অতিক্রম করে যেন কোনোভাবেই বাংলাদেশে মাদক প্রবেশ করাতে না পারে সে বিষয়ে বিজিবির সৈনিকরা সর্বদা সতর্ক রয়েছেন। চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তে বিজিবির জোর টহলের কারণে মাদক ও চোরাচালান অনেক কমেছে। আমরা মাদক ও চোরাচালান শূন্যে আনার চেষ্টা করছি। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন