অগ্নিকাণ্ডের ১১ দিনেও শুরু হয়নি সিরামিক কারখানার উৎপাদন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৩

গাজীপুরের কালীগঞ্জে আবুল খায়ের সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডের ১১ দিন পেরিয়ে গেলেও শুরু হয়নি কারখানার স্বাভাবিক কার্যক্রম।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আবুল খায়ের সিরামিক কারখানার ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) মো. মর্তুজা মাহফুজ। এর আগে গত ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় আবুল খায়ের সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

মর্তুজা মাহফুজ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীদের প্রায় আড়াই ঘণ্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় সিরামিক কারখানার সেডের সিলিং, সিরামিকের তৈরি পণ্য, পণ্য উৎপাদনের মেশিন, রোবট, ওয়ারসহ মূল্যবান যন্ত্রপাতি। সব মিলিয়ে ওইদিন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ বেশি হওয়ার কারণে পুনরায় উৎপাদন চালু করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে কারখানায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় খুব দ্রুতই কারখানার উৎপাদন চালু করতে পারবেন বলে জানান তিনি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আবুবকর বলেন, শুরুতে আবুল খায়ের সিরামিক কারখানার একটি শেডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন পাশের বেশ কয়েকটি শেডে ছড়িয়ে পড়ে। খবব পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে পার্শ্ববর্তী পলাশ ফায়ার সার্ভিসের আরো দুই ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :