সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৪| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০০
অ- অ+

নতুন রেলপথ নির্মাণ করে সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী মাদরাসার শিক্ষক-কর্মচারীদের আয়োজনে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির সময় রেলে আগুন দিয়ে রেলপথ ধ্বংস করা হয়েছিল জানিয়ে রেলমন্ত্রী বলেন, ট্রেনের যাত্রীদের সেবার মান বৃদ্ধির মাধ্যমে রেলকে একটি নিরাপদ পরিবহনে পরিণত করা হবে। একই সঙ্গে ট্রেনের যাত্রীদের জন্য খাবারের মান উন্নয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, 'কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে রেলপথ মন্ত্রণালয়। ইতোমধ্যে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই অভিযান অব্যাহত থাকবে।’

ট্রেনের টিকিট কালোবাজি চক্রের সঙ্গে রেলের কর্মচারীসহ ‘সহজ’ডটকমের অসাধু কিছু কর্মকর্তা জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, 'আসন্ন ঈদযাত্রায় ট্রেনের টিকিট প্রাপ্তিতে সমস্যা হবে না। সকলে স্বস্তিতে টিকিট পাবে ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এলএম/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা