ফেনীতে নিজ শিশু সন্তানকে হত্যার ঘটনায় মা গ্রেপ্তার

ফেনীর পরশুরামের লামিয়া (০৭) হত্যাকাণ্ডের ঘটনায় গর্ভধারিণী মা আয়েশা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে নিহত লামিয়ার বাবা নুরুন্নবীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য নুরুন্নবীর দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে আটক করা হয়েছিল। বর্তমানে তিনি মামলার বাদী নুরুন্নবীর জিম্মায় রয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে হেলমেট পরা দুই যুবক পরশুরাম পৌরসভার পশ্চিম বাঁশপদুয়া এলাকার এয়ার আহাম্মদের ভাড়া বাসায় এসে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলে। শিশুরা দরজা খুলে দিলে তারা ঘরের ভেতরে ঢুকে লামিয়াকে (৭) স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে। এ সময় বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) পালিয়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়।
(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন