দ্বিতীয় পর্বের ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪১

ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

তারা হলেন, শেরপুর জেলা সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতানের ছেলে আব্দুল হেলিম (৬২) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শিবনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিন এর ছেলে জহির উদ্দিন (৭০)

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সেলের প্রধান মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩টার দিকে আবুল কালাম জহির উদ্দিন শ্বাসকষ্ট প্রেসারজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর বেলা সাড়ে ৩টার দিকে আব্দুল হেলিমকে হার্টের সমস্যায় একই হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :