রংপুরে ৪ মাদক কারবারি ও ৬ টিকিট কালোবাজারি গ্রেপ্তার

র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২১শ’ বোতল ফেনসিডিল, সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
এছাড়াও ট্রেনের টিকেট কালোবাজারে চড়ামূল্যে বিক্রির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর উত্তম বেতারপাড়া এলাকায় র্যাব-১৩ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১৩ কমান্ডিং অফিসার আরাফাত ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সদস্যরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মালগাড়া এলাকায় মাদক ব্যবসায় পুষ্প চন্দ্র বর্মনের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৮০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে। এসময় তার সহযোগী অপর মাদক কারবারি গোলাপ মোস্তফাকেও গ্রেপ্তার করা হয়। র্যাবের অপর একটি দল একই জেলার আদিতমারি উপজেলার গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে মালবাহী একটি ট্রাকে তল্লাশি করে ১৮৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি নবিয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এসময় ট্রাকটি জব্দ করা হয়।
অপরদিকে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড় রুপাই গ্রামে মাদক কারবারি রবিউলের বাড়ি থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও র্যাব-১৩ সদস্যরা ঠাকুরগাঁও রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেল টিকেট কালোবাজারি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফিরোজ, সুমন, রিয়াদ হাসেন, লাবু, সোহরাব ও লাজু। এসময় তাদের কাজ থেকে কম্পিউটার, মোবাইল ফোন ট্রেনের টিকিট বিক্রির টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় বিভিন্ন ধারায় মামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন