টেকনাফ সীমান্তে ফের থেমে থেমে গুলির শব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৮
অ- অ+

বৃহস্পতিবার সারাদিন সীমান্তে গোলাগুলির শব্দ শোনা না গেলেও সন্ধ্যার পর থেকে টেকনাফ সীমান্তের ওপারে শুরু হয় গোলাগুলি। রাতে থেমে থেমে গোলাগুলির শব্দ শুনতে পায় টেকনাফ উপজেলার উনচিপ্রাং থেকে ঝিমংখালী সীমান্তের বাসিন্দারা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত গোলাগুলির এই শব্দ শোনা গেছে।

টেকনাফের ঝিমংখালীর বাসিন্দা কৃষকলীগ নেতা আমান উল্লাহ আমান জানান, বৃহস্পতিবার রাতে আমাদের বাড়ি থেকে মিয়ানমারের গোলাগুলির শব্দ শোনা গেছে। কিছুক্ষণ পরপর এই গোলাগুলির শব্দ কানে ভেসে এসেছে। এতে করে স্থানীয়রা একটু আতঙ্কিত হয়ে উঠেছে।

এদিকে টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে ১৬৪ জন বিজিপি সদস্যকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের মিয়ানমারে ফেরতের উদ্দেশ্যে ওই বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানান, টেকনাফ ২ বিজিবির কর্মকর্তা মেজর শহীদুল ইসলাম।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা