উখিয়া সীমান্তে একজনের লাশ

​​​​​​​কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৭| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৯
অ- অ+

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী রহমতের বিল এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় জানা যায়নি। কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, বিজিবি পুলিশ গিয়ে রহমতের বিলের সীমান্তসংলগ্ন এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে। তবে লাশের পরিচয় জানা যায়নি।

মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে গত কয়েকদিন ধরে বিদ্রোহী আরকান আর্মি সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে।

গত ৬ ফেব্রুয়ারি এইরহমতের বিল’ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে দুই নারী এবং দুই শিশুও ছিল। গত কয়েক দিনে মিয়ানমারের সেনাসহ ৩৩০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম লেন, ‘মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত বিজিপির ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মানবিক দিক থেকে বিবেচনা করে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তুমব্রু থেকে ১০০ জনকে টেকনাফের হ্নীলায় স্থানান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা