উখিয়া সীমান্তে একজনের লাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী রহমতের বিল এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় জানা যায়নি। কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, বিজিবি ও পুলিশ গিয়ে রহমতের বিলের সীমান্তসংলগ্ন এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে। তবে লাশের পরিচয় জানা যায়নি।
মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে গত কয়েকদিন ধরে বিদ্রোহী আরকান আর্মি ও সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে।
গত ৬ ফেব্রুয়ারি এই ‘রহমতের বিল’ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে দুই নারী এবং দুই শিশুও ছিল। গত কয়েক দিনে মিয়ানমারের সেনাসহ ৩৩০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত বিজিপির ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মানবিক দিক থেকে বিবেচনা করে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তুমব্রু থেকে ১০০ জনকে টেকনাফের হ্নীলায় স্থানান্তর করা হয়েছে।’
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/কেএম)

মন্তব্য করুন