নওগাঁ-২: কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, রাত পোহালেই ভোট

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০

আর মাত্র কয়েক ঘণ্টা পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে (পত্নীতলা-ধামইরহাট) ভোটগ্রহণ শুরু হবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটযুদ্ধ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর এই ভোটগ্রহণ উপলক্ষে রবিবার সকাল থেকেই উপজেলার পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

সকাল থেকেই সরঞ্জাম বিতরণকেন্দ্রে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্পসহ বাকি সরঞ্জাম।

পত্নীতলা উপজেলা চত্বরের তিনটি বুথ থেকে বিতরণ করা হচ্ছে নওগাঁ-২ আসনের ভোটের সরঞ্জাম। ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।

এবার নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ভোটযুদ্ধে লড়বেন চারজন প্রার্থী। পত্নীতলার ৭১টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার থাকবে ৪৭৩ জন। পত্নীতলার ৭১টি ভোট কেন্দ্রের ব্যালট পেপার পৌঁছে যাবে ভোটের দিন ভোরে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :