বেইলি রোডের সেই ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৪:৩১ | প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১৩:১০

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ড এবং ক্ষতিগ্রস্ত ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘বেইলি রোডে আগুনের ঘটনায় ৪৫ জন লোক মারা গেছে। এর থেকে কষ্টের কী হতে পারে।’

প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘এত বড় একটা ভবন আগুন লাগলো, এই ভবনে কি অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না?’

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, ‘বেইলি রোডে যেখানে আগুন লেগেছে সেখানে কোনো ফায়ার এক্সিট নেই। এসব ভবন নির্মাণে ইঞ্জিনিয়ার এবং মালিকদের গাফেলতি থাকে। এসব ক্ষেত্রে সচেতনতা খুব প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বারবার অগ্নি নির্বাপণ ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিচ্ছি। কিন্তু সেটা কেউ মানে না।’

বাংলাদেশকে জ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিমা প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি এড়াতে সহায়তা করে। শিক্ষার্থীদের জন্য যে বিমার ব্যবস্থা করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটা করায় বাবা-মায়ের ভালো হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘বিদেশ থেকে যারা পণ্য আমদানি করে তারা বিমা করতে চান না। দুর্ঘটনা এড়াতে বিমা দরকার। যখন দুর্ঘটনা ঘটে তখন মাথায় হাত দিয়ে বসে থাকে। তাই বিমা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। বিমা করলে মানুষ কী কী সুবিধা পাবে, সেসব বিষয় জানাতে হবে।’

বিমা যথাযথ কাজে লাগাতে পারলে দেশ আরও এগিয়ে যাবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সে কারণে বিমা বিষয়ে গবেষণামূলক কাজ করতে হবে। বিভিন্ন ধরনের বিমা চালু করা হয়েছে, এটা মানুষের উপকারে আসবে।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর দেশের সব অগ্রযাত্রায় বন্ধ করে দেওয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অনেক উন্নয়নমূলক কাজ হাতে নেয়। পরে ২০০৮ সালে ক্ষমতায় এসে দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। বর্তমানে বিমা শিল্প অনেক এগিয়ে গেছে।

মানুষের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, জীবন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সে ক্ষেত্রে ইনস্যুরেন্স কিন্তু নিরাপত্তা দিতে পারে।’

শেখ হাসিনা এও বলেন, ‘অনেক সময় বিমা নিয়ে অনেকে নানা ধরনের ব্যবসা করে। ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হয়।’ এ ব্যাপারে নজরদারি প্রয়োজন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০১মার্চ/জেএ/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুকন্যা হওয়ায় শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি: ড. আনোয়ার

১০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশিকে দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য

বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া আরও এক শ্রমিকের মৃত্যু

নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেত: প্রধানমন্ত্রী

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

হজ পালনে সৌদি আরব গেছেন ২৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বড় বড় খেলাপিরা সাত, আট, নয়বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছে: ফরাসউদ্দিন

গতানুগতিক ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :