ভুঁড়ি কমাতে লেবু-পানি খাচ্ছেন নিয়মিত? লাভের বদলে কত ক্ষতি হচ্ছে জানুন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১০:০৭
অ- অ+

গরম থেকে বাঁচতে আজকাল অনেকেরই ভরসা লেবু মিশ্রিত পানি। কেউ আবার শরীরকে ডিটক্স করার জন্যও লেবু মেশানো পানি খেয়ে থাকেন। অনেকের আবার বিশ্বাস, এই পানীয় পেটের চর্বি তথা ভুঁড়ি কমায়। তাতে উপকারও মেলে বেশ।

তবে কিছু খারাপ দিকও আছে। তাই আপনার যদি প্রতিদিন লেবু মেশানো পানি পান করার অভ্যাস থাকে, তাহলে উপকারের পাশাপাশি এর ক্ষতিকর দিকগুলোও জেনে রাখুন। বেশি পরিমাণে লেবু মিশ্রিত পানি পান করলে এই ক্ষতিগুলি শরীরে ঘটতে পারে-

হজমের সমস্যা

লেবুর পানিতে মধু মিশিয়ে খেলে তা হজমে সাহায্য করে। তবে কেউ কেউ এ পানীয় খাওয়ার পর সারা দিন পেট ব্যথা এবং বুক জ্বালার অভিযোগ করেন। এর কারণ হলো হজমের গতি ধীর থাকা। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় আলসারের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।

পানিশূন্যতার কারণ হতে পারে

লেবুর পানি একটি দারুণ ডিটক্স পানীয়। যা পান করার পর শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায়। এই টক্সিনগুলো সাধারণত প্রস্রাবের সাহায্যে শরীর থেকে বেরিয়ে যায়। এমন অবস্থায় পানি কম পান করলে ঘন ঘন প্রস্রাব থেকে ইলেক্ট্রোলাইট বের হতে থাকে। যার কারণে ক্লান্তি, শুষ্ক ঠোঁট, অতিরিক্ত তৃষ্ণা এবং পানি শূন্যতার অভিযোগ করেন অনেকেই।

মাইগ্রেনের কারণ

বেশি পরিমাণে লেবুর পানি পান করলে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, সাইট্রাস ফলগুলোতে উচ্চ পরিমাণে টাইরামিন থাকে। যা মাথা ব্যথার কারণ হতে পারে।

দাঁতে ব্যথা বা সংবেদন

লেবুর টক দাঁতে অস্বস্তি সৃষ্টি করতে পারে। অতিরিক্ত লেবুর পানি পান করলে দাঁতে শিরশিরানি অনুভূত হয়। আসলে লেবুর কারণে দাঁতে জমে থাকা এনামেলের স্তর উঠে আসে। সে কারণেই চিকিৎসকরা স্পর্শকাতর দাঁতে অ্যাসিডিক খাওয়ার এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন।

চুলের ক্ষতি

বেশি সময় ধরে লেবুর পানি পান করলে চুলের ক্ষতি হতে শুরু করে। চুলের ফলিকল দুর্বল হয়ে পড়ে এবং চুল ভঙ্গুর হয়ে যায়। তাই লেবু পানি উপকার করলেও স্বাস্থ্যের অবস্থা বুঝে তা পরিমিত পান করা উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব অভ্যাস কিডনির ক্ষতি করছে, পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
ভারত-পাকিস্তান যতবার যুদ্ধে জড়িয়েছে
ভারতের পাঞ্জাবের অমৃতসরে ফের ব্ল্যাকআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা