এক ম্যাচে বাবর আজমের তিন কীর্তি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১৬:০৬

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম যেন মাঠে নামেন নতুন নতুন কীর্তি গড়তে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার এড়ানোর ম্যাচে যথারীতি হেসেছে পাকিস্তান অধিনায়কের ব্যাট। যার ফলে তারকা এই ব্যাটারের অর্জনের মুকুটে আরও পালক যুক্ত হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ব্যাটার ও অধিনায়ক হিসেবে তিনটি রেকর্ড গড়েছেন তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল (শনিবার) ছিল পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এর আগে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের জয়ের পর, পরবর্তী দুই ম্যাচ জিতে বাবরদের সিরিজ জয়ের স্বপ্ন ভেস্তে দেয় সফরকারী নিউজিল্যান্ড। তাই পঞ্চম টি-টোয়েন্টি ছিল পাকিস্তানের জন্য সিরিজ খোয়ানো কিংবা সমতা টানার ম্যাচ। সে লক্ষ্যে আগে ব্যাট করে বাবরের ফিফটিতে স্বাগতিকরা নির্ধারিত ওভারে ১৭৮ রান সংগ্রহ করে। পরে শাহিনের তোপে টানটান উত্তেজনার ম্যাচে ৯ রানের জয় পায় স্বাগতিকরা।

ম্যাচটিতে ৪৪ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। চার মেরেছিলেন ৬টি, ছক্কা ২টি। এতে করে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি চার মারার কীর্তি গড়লেন বাবর, ছাড়িয়ে গেছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংকে। টি-টোয়েন্টিতে ১০৭ ইনিংসে ব্যাট করে ৪০৯টি চার মেরেছেন বাবর। ১৩৬ ইনিংস খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০৭টি চার স্টার্লিংয়ের। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। পাঁচে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

চারের কীর্তির ম্যাচে আরও অধিনায়ক হিসেবেও রেকর্ড গড়েছেন বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাবর ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সর্বোচ্চ ৭৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তারা। ফিঞ্চ অবসরে যাওয়ায় তাকে ছাড়িয়ে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা পাকিস্তান অধিনায়কের।

এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়কের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এলেন বাবর। সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের কীর্তি স্পর্শ করেছেন। মরগ্যান ইংল্যান্ডকে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছিলেন ৪৪টি ম্যাচে। আর বাবর ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ৪৪তম ম্যাচ জিতলেন। টেস্ট খেলা দেশগুলোর বাইরে একই নজির রয়েছে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবারও। তিনি ৫৬টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৪৪টিতে। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলবে আফ্রিকার দেশটি।

এই তালিকায় মরগ্যান, বাবর এবং মাসাবার পর একসঙ্গে রয়েছেন আরও তিন ক্রিকেটার। তারা হলেন ভারতের মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা এবং আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান। তারা অধিনায়ক হিসাবে ৪২টি করে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছেন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :