সিরাজদিখানে অবৈধ সিসা তৈরির কারখানা, হুমকিতে জনস্বাস্থ্য

রুবেল বেপারী, সিরাজদিখান (মুন্সীীগঞ্জ)
| আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৫০ | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৪৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর কেসি রোড সংলগ্ন ফসলি জমিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে তোলা হয়েছে সিসা তৈরির কারখানা। পুরনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করায় দূষিত হচ্ছে পরিবেশ। কারখানার বর্জ্যে হুমকিতে রয়েছে জনস্বাস্থ্য।

জানা গেছে, সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের নয়া নগর গ্রামের তুরিনের বাড়ি সংলগ্ন ফসিল জমিতে দুই মাস আগে সিসা তৈরির এই কারখানাটি স্থাপন করে ডালিম নামে এক ব্যক্তি। প্রায় ১৫ শতাংশ জমিতে এটি স্থাপন করা হয়। বিভিন্ন জায়গা থেকে পুরোনো ব্যাটারি কিনে এখানে এনে ভেঙে প্লাস্টিক আলাদা করে সিসা সংগ্রহ করা হয়। প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি পাকা স্থানে দুটি গর্ত করে চুলা তৈরি করা হয়েছে। সেখানে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে ব্যাটারি পোড়ানো হয়। কারখানায় পুরনো ব্যাটারি, ভেঙে ফেলা ব্যাটারির স্তুপ করা হয়েছে।

সৈয়দপুর এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এই কারখানার জন্য কৃষি ও গোচারণভূমি, জলাশয়ের পানি ও মানুষের মারাত্মক ক্ষতি হচ্ছে। কোনো বর্জ্য শোধানাগার (ইটিপি) ছাড়া উন্মুক্ত স্থানে ব্যাটারি গলানোর ফলে সিসাসহ দূষিত অন্যান্য বর্জ্য ছড়িয়ে আশপাশের ঘাস ও পানিতে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে।

তবে কারখানার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোমেন বলেন, ‘আমি শুধু দিনের বেলায় এখানে পাহারা দিই। যারা কাজ করে তারা রাতের বেলায় আসে, সারারাত কাজ করে সকালে পিকআপে করে মালামাল নিয়ে যায়।’

রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘সিসা গালানোর কারখানার জন্য এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এতে করে মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সাবেক এক মেম্বারের ছেলে ডালিম কারখানা পরিচালনা করে। নিষেধ করলেও তারা কারও কথাই তোয়াক্কা করছে না।’

অভিযুক্ত ডালিম বলেন, ‘কারখানাটি আমার না, আমি শুধু জায়গাটি ভাড়া দিয়েছিলাম। বর্তমানে কারখানাটি বন্ধ আছে।

কারখানার মালিক জাইদুল শেখ বলেন, ‘কারখানাটির মালিক আমি। তবে আজকে থেকেই কারখানাটি বন্ধ করে দেব।’

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

টিকটকে পরিচয়-প্রেম, অতঃপর কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

যে কথা বলায় এমভি আব্দুল্লাহ’র নাবিকদের কিছু করেনি জলদস্যুরা

উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ায় হত্যা মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা

রোহিঙ্গাদের জন্য ইরানের খাদ্য সহায়তা

শেরপুরে এক হাজার ২৯২ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ গ্রেপ্তার ১

উপজেলা নির্বাচন: ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

মাগুরায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ত্রিভুজ প্রেমের জেরে কলেজছাত্র খুন, যুবকের যাবজ্জীবন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :