টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

নিজস্ব প্রতিবেদক (টাঙ্গাইল), ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৪, ০৯:০০
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল টাওয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে উত্তরবঙ্গ এবং ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনপরিবহনগুলো এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব্যবহার না করে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়ক ব্যবহার করে।

এছাড়া দুর্ঘটনার পর ট্রাক ও কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরানোর কাজ শুরু করে পুলিশ। কিছু সময় পরই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক মারা যান। এছাড়া কাভার্ডভ্যানের চালকসহ দুজন গুরুত্বর আহত হন।

তিনি জানান, ‘আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ট্রাকচালকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

(ঢাকাটাইমস/০৭মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা