গণমিছিল নিয়ে শাহবাগে ইসলামী আন্দোলন, শিক্ষার্থীদের কর্মসূচিতে সর্বাত্মক সংহতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়।
পূর্বঘোষিত কর্মসূচি পালনে রবিবার দুপুর থেকেই রাজধানীর পল্টনে জড়ো হতে শুরু করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
বিকাল ৩টায় পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে গণমিছিলের নেতৃত্ব দেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
মিছিলটি জাতীয় ঈদগাহ, সুপ্রিম কোর্টের সামনে দিয়ে মৎস ভবন মোড় হয়ে শাহবাগ যায়। সেখানে শিক্ষার্থীদের অবস্থানে যোগ দেয়। শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ঘোষণা করেন মুফতী সৈয়দ ফয়জুল করীম। যেকোনো কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
চরমোনাই পীরের নেতৃত্বধীন গণমিছিল শাহবাগ পৌঁছলে শিক্ষার্থীরা তাদের অভ্যর্থনা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সৈয়দ ফয়জুল করীমকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল উচ্ছাস আর উদ্দীপনার তীব্র ঝলক। অনেকেই এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের কেউ কেউ শায়খে চরমোনাইয়ের হাতে চুমু খেয়ে ভালোবাসা প্রকাশ করেন।
এসময় মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সর্বত্মক সংহতি প্রকাশ করছি। আমরা শিক্ষার্থীদের ঘোষিত প্রতিদিনের কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি। আমাদের কর্মী সমর্থকরা পরবর্তী সব সব কর্মসূচিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করবে।’
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফত ইছহাক মোহাম্মদ আবুল খায়ের, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান, যুবনেতা নেছার উদ্দিন, ছাত্রনেতা মুনতাছির আহমাদ, ধর্মীয় বক্তা মুফতী হাবিবুর রহমান মিছবাহ, মুফতী রেজাউল করীম আবরার প্রমুখ।
এদিকে শাহবাগ থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টনে ফেরার পথে হামলার শিকার হন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসরের নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের ওপর হামলা করে দুর্বৃত্তরা।
ইসলামী যুব আন্দোলনের নেতা এইচ এম আবু বকর বলেন, ‘আমাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে ফেরার পথে আসরের নামাজ পড়ার জন্য বায়তুল মোকাররমে প্রবেশ করে। এসময় নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে।’
আবু বকর জানান, পল্টন ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে হামলা করেছে সরকার সমর্থকরা। এতে ইসলামী আন্দোলনের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এই মুহূর্তে পল্টন এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
(ঢাকাটাইমস/০৪আগস্ট/এসআইএস)