ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৬২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৪, ১০:২৯| আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১০:৩৩
অ- অ+

ব্রাজিলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতের খবর নিশ্চিত করছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। খবর: সিএনএনের।

জানা যায়, বিমানে ৫৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।

শুক্রবার এক বিবৃতিতে ভয়েপাস এয়ারলাইন্স প্লেনটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। জিওলোকেশনের মাধ্যমে সিএনএন নিশ্চিত হয়েছে ভিনহেদো শহরের আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি দেশটির পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল।

এদিকে ব্রাজিলের প্রতিরক্ষা বিভাগ জানায়, বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটি একাধিক বাড়ির ওপর ভেঙে পড়ে। তবে ওই আবাসিক এলাকায় কেউ আহত বা নিহত হননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। এরপর ধূসর ধোঁয়া উপরে উঠতে থাকে।

এদিকে বিধ্বস্তের পরপরই উদ্ধাকারীরা ঘটনাস্থলে ছুটে যান। দেশটির কয়েকটি সংস্থা উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
মেঘনা ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা