প্রেসিডেন্ট নয় খামেনীর আদেশ মেনে ইসরায়েলে হামলা হবে: আইআরজিসি 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৪, ১৪:৫৫
অ- অ+

হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর আদেশ অনুযায়ী ইসরায়েলে ‘কঠোর হামলা’ চালাতে ইরান সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার ইরান-সংযুক্ত লেবানিজ সংবাদমাধ্যম আল মায়াদিন টিভিতে দেওয়া সাক্ষাতকারে এই মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার আলী ফাদাভি।

আলী ফাদাভি বলেছেন, ‘ইসরায়েলের কঠোর শাস্তি এবং শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধের বিষয়ে সর্বোচ্চ নেতার আদেশগুলো স্পষ্ট এবং সুস্পষ্ট ... এবং সেগুলো সর্বোত্তম উপায়ে বাস্তবায়ন করা হবে।’

ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ নিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আইআরজিসির মধ্যে বিরোধ দেখা দিয়েছে বলে গুঞ্জন শুরু হওয়ার পরেই আলী ফাদাভির এই মন্তব্য এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ বলছে, হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়া জানাতে তেহরানের কর্তৃপক্ষ বিভক্ত হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির শীর্ষ জেনারেলরা বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সামরিক ঘাঁটিগুলোতে লক্ষবস্তু করে তেল আবিব এবং অন্যান্য ইসরায়েলি শহরগুলোতে সরাসরি হামলা চালানোর জন্য জোর দিচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রতিবেশী দেশগুলোতে গোপন ইসরায়েলি ঘাঁটিগুলো লক্ষ্য করার পরামর্শ দিয়েছেন।

পেজেশকিয়ানের এক ঘনিষ্ঠ সহযোগী টেলিগ্রাফকে বলেছেন, ‘প্রেসিডেন্ট আশঙ্কা করছেন যে ইসরায়েলের ওপর সরাসরি কোনো হামলা গুরুতর পরিণতি বয়ে আনবে। তবে ইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক প্রতিশোধ নেওয়ার জন্য প্রেসিডেন্টকে অগ্রাহ্য করার চেষ্টা করছে।’

প্রসঙ্গত, ইরানে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা থাকলেও যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় নিহত হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ। এরপর থেকেই হানিয়াহকে হত্যার জন্য ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী। এমনকি ইসরায়েলে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। ফলে যেকোনো সময় ইসরায়েলে ওপর ব্যাপক আকারে হামলা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
‘কুখ্যাত’ নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, ইন্টারনেট মৌলিক অধিকার
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা