পদত্যাগ করলেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ১১:১৯| আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:২০
অ- অ+

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর প্রশাসন ও বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিদেরও পদত্যাগের হিড়িক পড়েছে। সেই ধারাবাহিকতায় এবার পদত্যাগ করলেন শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত ১১টার পর তার কাছে শিবলী রুবাইয়াত পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছেন তিনি।

আবদুর রহমান খান জানান, শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। বলেন, শনিবার রাত ১১টার দিকে হোয়াটসঅ্যাপে এই পদত্যাগপত্র পাঠান তিনি।

২০২০ সালের ১৭ মে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান করা হয় শিবলী রুবাইয়াতকে। এরপর চলতি বছরের ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চেয়ারম্যান হিসেবে ৪ বছরের জন্য পুনঃনিয়োগ দেন।

বিএসইসির আগে সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শিবলী রুবাইয়াত। একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষ হয়েছেন। পাশাপাশি বাণিজ্য অনুষদের ডিন হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা