আইএফআইসি ব্যাংক ও আইসিবির মধ্যে চুক্তি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৬
অ- অ+

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে পে-রোল ব্যাংকিং বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর রাজউক অ্যাভিনিউতে অবস্থিত বিডিবিএল ভবনের আইসিবি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার চিফ ম্যানেজার মো. নাজিমুল হক এবং আইসিবির জেনারেল ম্যানেজার মো. আনোয়ার শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় আইসিবির কর্মীগণ আইএফআইসি ব্যাংকের পে-রোল অ্যাকন্টের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। তারা উভয়ে চার দশকের দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং এই চুক্তিকে ব্যবসায়িক সম্প্রসারণ ও বিনিয়োগ সহযোগিতার একটি কৌশলগত অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ; আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।

(ঢাকা টাইমস/২৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা