গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার করলো সেনাবাহিনী
৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর অন্য অনেক সরকারি প্রতিষ্ঠান, স্থাপনা, আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানের মতো লক্ষ্যবস্তু হয় প্রধানমন্ত্রীর সরকারি আবাসস্থল গণভবন। সেদিন সেখান থেকে লুট হওয়া টাকা, আসবাবপত্র, শাড়ি-গয়না, এমনকি হাঁসমুরগিও। ওইদিন গণভবন থেকে লুট হওয়া আট লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী।
সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ব্যক্তি সেনাবাহিনীকে জানান, তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। পরে সেনাবাহিনী গিয়ে টাকাগুলো উদ্ধার করে। স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয় সেনাবাহিনীর টহল টিম।
মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট লাখ টাকা উদ্ধার করি।”
ঢাকাটাইমস/১৩আগস্ট/এফএ