কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৫, ০০:০০
অ- অ+

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবির ওসি মো. আব্দুল্লাহ।

গ্রেপ্তারতৃক আবুল কাশেম ওমানী দেবিদ্বার পৌর এলাকার বাসিন্দা এবং মৃত মোহাব্বত আলীর ছেলে। তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বারে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন অটোরিকশাচালক আমিনুল ইসলাম সাব্বির (১৮)। ঘটনার ৪০ দিন পর, ১৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাব্বির ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় সাব্বিরের মামা মো. নাজমুল হক দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তার হওয়া ওমানী কাশেম মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। কুমিল্লা ডিবির একটি বিশেষ দল দীর্ঘ নজরদারির পর শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। আইনানুগ প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি।

(ঢাকা টাইমস/২১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা