কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৪:৪৫| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৫:৫৩
অ- অ+

কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চৌদ্দগ্রাম উপজেলার ইয়াছিনের স্ত্রী মরিয়ম আকতার মিতু ও তার ১৬ মাস বয়সী ছেলে আলভী।

নিহতের স্বামী ইয়াছিন জানান, স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে তার বোনের শ্বশুর বাড়ি সদর দক্ষিণ উপজেলার বাগলপুরে যাচ্ছিলেন। পরে সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম ও আলভী মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। লাশ এখনো থানায় আসেনি। আসলে পরে ঘটনার বিস্তারিত বলা যাবে।’

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালভোগ-গোলাপখাসে শুরু সাতক্ষীরার আম মৌসুম
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা