চিকিৎসককে ধর্ষণ-হত্যা: মমতার পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ১৭:১৬
অ- অ+

পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে শিক্ষানবীশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় ‘নবান্ন’ ভবন অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে কলকাতাজুড়ে।

মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের অভিযানে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের রুখতে টিয়ার গ্যাস ও জল কামান ছুঁড়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, কলকাতার রাস্তায় রাস্তায় বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিরোধীরা ষড়যন্ত্র করছে বলে সোমবার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার বিক্ষোভের অনুমতি না দিয়ে পদযাত্রা ঠেকাতে রাজ্যে প্রায় ছয় হাজার পুলিশ মোতায়েন করে সচিবালয় নবান্নের চারপাশে দূর্গ গড়ে তোলেন মমতা। এই ভবন থেকেই রাজ্যের সব দাপ্তরিক কাজ পরিচালিত হয়। তাই বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে ড্রোনের মাধ্যমে নজর রাখা হচ্ছে।

এর মধ্যেও সকালের দিকে একদল বিক্ষোভকারী কলেজ চত্বরে জড়ো হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে নবান্নের দিকে পদযাত্রা শুরু করে। শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দেয় রাজ্যের কয়েকটি ছাত্র সংগঠন ও নাগরিক ফোরাম।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এ বিক্ষোভের জন্য ভারতীয় জনতা পার্টি-বিজেপিকে দায়ী করেছেন। তবে বিক্ষোভের আয়োজকরা বলছেন, তাদের বিক্ষোভে ছাত্র–জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।

রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বিক্ষোভের আগে চার ছাত্র নেতাকে মধ্যরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের কিছু হলে মমতাকে জবাবদিহি করতে হবে।’

শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনে দমন-পীড়ন না চালানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায়, বুধবার রাজ্য অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, কলকাতার বিভিন্ন প্রান্তে পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে নবান্ন অভিমুখে অগ্রসর হয়েছে বিক্ষোভকারীরা। তারা ‘দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ’সহ নানা স্লোগান দিচ্ছেন।

কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের কাছেও কয়েকশ মানুষ মমতার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। এসময় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগুনোর চেষ্টা করলে তাদের ওপর জলকামান ছুঁড়েছে পুলিশ।

সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সহিংসতার আশঙ্কায় সাঁতরাগাছি স্টেশনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, বিক্ষোভকারীদের একাংশ নবান্নের প্রায় দোরগোড়ায় পৌঁছে যাওয়ার পর হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে তাদের আটক করেছে পুলিশ। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয়েছে কাঁদানে গ্যাসের শেল। প্রিন্সেপ ঘাটেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বেশ কয়েকজনের উপরে লাঠিচার্জও করা হয়।

গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথ নামে ৩১ বছর বয়সি এক শিক্ষানবীশ নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হন। এরপর থেকেই বিক্ষোভ চলছে কলকাতাজুড়ে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/টিটি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
‘কুখ্যাত’ নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, ইন্টারনেট মৌলিক অধিকার
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা