ভারতে ফ্রিজের মধ্যে মিলল তরুণীর ৩০ খণ্ডের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৪
অ- অ+

ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাটের ফ্রিজের মধ্যে থেকে ২৬ বছর বয়সি এক তরুণীর ৩০ খণ্ড করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেঙ্গালুরুর বালিকাভাল এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

জানা গেছে, এক কামরার ওই ফ্ল্যাটে থাকতেন নিহত তরুণী। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেওয়ার পর দেহের টুকরোগুলি উদ্ধার হয়।

বেঙ্গালুরু পশ্চিমের অতিরিক্ত পুলিশ কমিশনার সতীশ কুমার বলেন, ‘দেখে মনে হচ্ছে, দেহের টুকরোগুলো বেশ কয়েকদিন ওই ফ্রিজে রয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি বেঙ্গালুরুতে একাই থাকতেন। তবে তার বাড়ি অন্য রাজ্যে।’

সতীশ কুমার জানান আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাটি আজকে ঘটেনি। কে বা কারা এই খুনে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আরও তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

এর আগে, ২০২২ সালে দিল্লিতে ২৭ বছর বয়সি শ্রদ্ধা ওয়ালকারকে খুন করেন তার প্রেমিক আফতাব আমিন পুনেওয়ালার বিরুদ্ধে। শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করা হয়েছিল। তারপর মরদেহের টুকরোগুলো নিকটবর্তী জঙ্গলে ফেলে দিয়েছিলেন আফতাব।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেপ্তার
‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, খালেদা জিয়ার যে কথা প্রশংসা কুড়িয়েছে
পৃথিবীর একমাত্র প্রাণী যার দুধের রঙ কালো, নাম শুনলে চমকে উঠবেন
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা