লেবাননে যুদ্ধ বিরতি চায় যুক্তরাষ্ট্র-ইইউসহ আরব দেশগুলো

লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বেশকিছু আরব দেশ। হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক এই যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১২ দেশের এই জোট কূটনৈতিক আলোচনা ও সমাধানের জন্য ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব করেছে।
এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিশাল আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করছে। এই ঝুঁকি ইসরায়েল ও লেবাননের জনগণের স্বার্থের পরিপন্থি।
বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার। এই বিবৃতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের বৈঠকের পর দেওয়া হয়েছে।
তবে ইসরায়েল বা লেবাননের পক্ষ থেকে এই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একটি পৃথক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ এই যুদ্ধ ছড়ানো বন্ধ করতে হবে। ইউরোপ ও আরব দেশগুলো থেকে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে এ ব্যাপারে।’
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বাহিনীর হামলায় গত সোমবার থেকে আজ সকাল পর্যন্ত, টানা চতুর্থ দিনের এ সংঘর্ষে ৬২০ জনের মৃত্যু হয়েছে বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত বুধবার ইসরায়েলের সামরিক প্রধান হার্জি হালেভি সেনাদের আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেন, এই বিমান হামলা শত্রু অঞ্চলে প্রবেশের পথ তৈরিতে সাহায্য করবে।
গত ১৭ সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর রেডিও ডিভাইস বা ওয়াকিটকি বিস্ফোরিত হয়। এ দুই ভিন্ন ঘটনায় লেবাননে ৩৭ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ঘটনার পেছনে ইসরায়েলকে দোষারোপ করেছে। তারপর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলমান আছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৪৯২ জন নিহত হয়েছে। তারা বলছে, এটি গত বিশ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় দিন। এতে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/টিটি/এসআইএস)

মন্তব্য করুন