অনলাইনে ব্যবসায় বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎ, প্রতারণা চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
অনলাইনে ব্যবসায়ে বিনিয়োগের করে আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. সানি পাটোয়ারী (২৮)।
এটিইউ অ্যাপে আসা অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ ডিসেম্বর ভুক্তভূগী মো. রিফাত হোসেনের হোয়াটস্অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে ব্যবসায়ে (অনলাইন ট্রেডিং) বিনিয়োগের বিপরীতে অর্থ আয়ের লোভনীয় প্রস্তাব দেয় সংঘবদ্ধ প্রতারণা চক্র। পরবর্তী প্রতারকেরা তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নিয়ে কাজের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিতে থাকে।
এটিইউ জানায়, প্রতারকেরা ব্যবসায়িক চক্র অনুযায়ী মুনাফার জন্য অভিযোগকারীকে প্রতারকদের নির্ধারিত ২৪ টি টাস্ক সম্পন্ন করতে বলে। প্রতিটি টাস্কের জন্য ভুক্তভোগীকে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগ তথা প্রতারকদেরকে পরিশোধ করতে হতো। এভাবে টাস্ক সম্পন্ন করে বিনিয়োগের মাধ্যমে অধিক টাকা মুনাফা পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারক চক্রটি কৌশলে মো. রিফাত হোসেন এর কাছ থেকে বিকাশ, নগদ এবং সিটিটাচ অনলাইন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সর্বমোট ১৮ লাখ ১০ হাজার ৭৯৫ টাকা আত্মসাৎ করে।
পরবর্তীতে মুন্সিগঞ্জ সদর থানায় ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে প্রতারক চক্রের সক্রিয় সদস্য সানি পাটোয়ারী (২৮) এর অবস্থান সনাক্তপূর্বক তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এলএম)
মন্তব্য করুন