বিপুল ইউরিয়া সার ও রয়েল টাইগারসহ ৬ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৫, ১১:৩৯| আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:৫০
অ- অ+

মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ ইউরিয়া সার ও এনার্জি ড্রিংকস রয়েল টাইগার। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তা আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গত শুক্রবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘণ্টাব্যাপী ধাওয়ার পর বোটটিকে আটক করা সম্ভব হয়। পরে বোটটি তল্লাশি করে ৭ লাখ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার এবং ৯ হাজার ৭২ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৬ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সার ও এনার্জি ড্রিংকস রয়েল টাইগার কক্সবাজার কাস্টমসে এবং আটককৃত পাচারকারী ও বোট কক্সবাজার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল পরিচালনা করছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৪জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা