মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮
অ- অ+

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটা, রোগীদের খাবারসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মন্জুর সোহাগের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠিত এ হাসপাতালের নামকরণ করা হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাবা কর্নেল মালেকের নামে। হাসপাতালটি চালুর পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির গুঞ্জন শোনা যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই আজ দুদক অভিযান পরিচালনা করে।

দুদকের প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুদকের তদন্তে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন বছরে কেনাকাটায় ব্যাপক অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। কম্বল ও ম্যাট্রেস বাজার মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে কেনাকাটা করা হয়েছে। রোগীদের খাবারে বরাদ্দ অনুযায়ী ২২০ গ্রাম মাছ দেওয়ার কথা থাকলেও রোগীরা পাচ্ছেন মাত্র ১৫৫ গ্রাম।

দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মন্জুর সোহাগ বলেন, আমরা স্টক যাচাই করেছি। অভিযোগ ছিল, কমদামে কম্বল কিনে বেশি দামে বিল করা হয়েছে, যা সত্য বলে মনে হচ্ছে। এছাড়া রোগীদের খাবারেও অনিয়ম পেয়েছি। সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের পর কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। যদি আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের সহকারী পরিচালক সৌমেন চৌধুরী জানান, দুদক তাদের কাছে ২০২১-২০২৪ সালের কেনাকাটা ও টেন্ডার সংক্রান্ত নথি আগামী রবিবারের মধ্যে জমা দিতে বলেছে। দুদকের এই অভিযানকে আমরা স্বাগত জানাই।

(ঢাকা টাইমস/৩০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দুই সিটিতে এবার বসছে ১৯টি কোরবানির পশুর হাট
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা