নোয়াখালীতে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ও পরিবেশের ক্ষতি করে এমন চিমনি ব্যবহার করার অপরাধে দুই ইটভাটাকে সাত লাখ টাকা জরিমান করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে গড়ে উঠা একটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
রবিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সজীব, ফায়ার সার্ভিস ও পুলিশ।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি স্থানে অবৈধভাবে কিছু ইটভাটা তৈরি করা হয়েছে এবং কিছু ইটভাটার বৈধ কাগজপত্র নেই। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে চরমটুয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় কোনো প্রকার কাজপত্র না থাকায় এবং অবৈধভাবে গড়ে তোলা মালেক বিক্স ভেঙে দেওয়া হয়, একই সাথে ওই বিক্সের মালিককে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে একই এলাকার আব্দুল মালেক নামের আর একটি ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না থাকায় সেটিকে চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে গড়ে উঠা ও পরিবেশের ক্ষতি করে এমন ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
(ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন