‘নিবন্ধন ফিরিয়ে না দিলে আবার রাজপথে নামবে জামায়াত’

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে না দিলে প্রয়োজনে আবার রাজপথে নামবে দলটি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গণে এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিযারি করেন তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ টি এম মাছুম বলেন, ‘আজ থেকে ১৩ বছর আগে স্বৈরাচারী হাসিনার অন্যায়, জুলুম, নির্যাতনের প্রতিবাদ করার কারণে এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে যেতে হয়। ৫ আগস্টের পরে এখন কি জালেমের কারাগার অব্যাহত থাকবে? স্বৈরাচারের কারাগার কী অব্যাহত থাকবে? মজলুম কী মুক্তি পাবে না? কোন কারণে তার মুক্তি ঠেকিয়ে রাখা হয়েছে আমরা জানতে চাই।’

সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে কতগুলো সৎ, ধর্মভীরু এবং যারা মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন, তাদের গ্রেফতার করে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারের নামে হত্যা করা হয়েছে অনেককে। ন্যায়বিচার কেউ পায়নি। এদেশের মানুষ এ সবকিছুর সাক্ষী।’

গত ১৬ বছর এ দেশ একটি বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল মন্তব্য করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘এ বাংলাদেশের কোথাও মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি গ্রেপ্তারের ভয়ে। তারা (আওয়ামী লীগ) এদেশে ক্ষমতায় এসে শুধু দেশকে ধ্বংস করেনি প্রশাসনকেও দলীয়করণ করেছে, দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে। সবচেয়ে বেশি জুলুম নির্যাতন চালিয়েছে ইসলাম, মুসলিম জাতিসত্তা, আলেম-ওলামা, পীর মাসায়েখ, ইসলামী শিক্ষা-দীক্ষার উপরে। যারা ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে কখা বলেছে তাদের আওয়াজকে স্তব্ধ করে দিয়েছে।’

জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন মানিক, শ্রমিক কল্যান ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম এবং নোয়াখালীর শহর আমির মাওলানা মো. ইউসুফ।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রিমিয়ার ব্যাংক কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত 
গোপালভোগ-গোলাপখাসে শুরু সাতক্ষীরার আম মৌসুম
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা