চট্টগ্রামে গণপিটুনিতে ২ ‘ডাকাত’ নিহত, গুলিবিদ্ধ ৫

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১২:১৯| আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১২:৩৮
অ- অ+

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতি করতে এসে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। এলাকাবাসীর ধাওয়ায় ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলোপাথাড়ি গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা।

তিনি বলেন, ‘তারাবির নামাজ চলাকালে সিএনজিতে কয়েকজন বন্দুকধারী ডাকাত সেখানে একটি বাড়িতে আসে। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা এলোপাথাড়ি গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় দুজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ পাঁচজনকে বাশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন এসেছিল।’ পুরো ঘটনা আসলে কি হয়েছে তা তদন্ত করে দেখছি বলে তিনি জানান।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, ‘নিরাপত্তাবাহিনী আমাকে জানিয়েছেন ডাকাতি করতে এলে এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে তা প্রচার করলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে দুজনকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিস্তারিত পরে জানাতে পারবো।’

(ঢাকা টাইমস/০৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ মে থেকে 'দ্বৈত নাগরিকত্ব সনদের' আবেদন শতভাগ অনলাইনে 
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা