ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, যাত্রী দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ১০:৪০
অ- অ+

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে।

শনিবার রাত পৌণে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এতে ট্রেনটির একটি বগির সামনে চারটি চাকা লাইন থেকে সরে যায়। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতংক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।

দুর্ভোগের শিকার যাত্রীরা বলেন, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করা মাত্রই বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারা আরও বলেন, ঈদ মৌসুমকে সামনে রেখে ট্রেনের পুরনো ও দুর্বল বগি সংযুক্ত না করে ভালো বগি দেওয়া উচিত। অন্যথায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

একদিকে রমজান মাস ও রবিবার প্রথম কার্যদিবস হওয়ায় আটকা পড়ার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তারা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপেস ট্রেন রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা 'ঝ' বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরো জানান, দুর্ঘটনাটি লোপ লাইনে ঘটায় রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। আপ লাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল আরও চারটি, গ্রেপ্তার ৩
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা