ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন 

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১৩:২৮| আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৩:৪৪
অ- অ+

দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই নানা স্লোগানে শিশু আসিয়া, দেশব্যাপী ধর্ষণ খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুরে নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের হাসান আলী মাঠ প্রাঙ্গণ সম্মুখে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ‘ধর্ষকের শাস্তি ফাঁসি চাই’, ‘নারীর নিরাপত্তা নিশ্চিত কর’ ইত্যাদি স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য দেন নার্সিং ইনস্টিটিউটের ইন্সপেক্টর নাজমুন নাহার, নার্সিং ইন্সট্রাক্টর লাইলী আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সাগর হোসেন, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রাবেয়া আক্তার।

(ঢাকা টাইমস/১০মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা