পাবনায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ১৫:০৬| আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৫:১৮
অ- অ+

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আফজাল (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে পাবনা শহর পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আফজাল পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মৃত বেলালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি বিকাল ৪টার সময় শিশুটি তার মায়ের সঙ্গে ঘাস কাটতে যায়। এ সময় তাকে ভুলিয়ে ভালিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে আফজাল। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিলে আফজাল পালিয়ে যান।

ঘটনার পর শিশুটির পরিবার পাবনা সদর থানায় একটি মামলা করেন।

পাবনা সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই ফাহিম পারভেজ রেভিজ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা শহরের পৈলানপুর ভাড়া বাড়ি থেকে আফজালকে গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ধর্ষণ চেষ্টাকারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা