পাবনায় র্যাবের অভিযানে ককটেল-বোম উদ্ধার

পাবনার জালালপুরে একটি বাসা বাড়ি থেকে ২৪টি তাজা ককটেল ও দুটি স্মক বোম উদ্ধার করেছে পাবনা র্যাব-১২। বুধবার বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার সালাম মেম্বারের বাড়িতে পাবনা র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খানসহ অন্যান্য সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল ও দুটি স্মক বোম উদ্ধার করেছেন।
পৃথক দুটি বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরো জানান, বুধবার বিকাল ৫টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত এ অভিযান চলে। ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট আশার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি বোম ও দুটি স্মক বোম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ের বাড়ির মালিকের নামে একটি মামলা হচ্ছে।
এ অভিযানের সময় পাবনা র্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
(ঢাকা টাইমস/১৩মার্চ/এসএ)

মন্তব্য করুন