বিএনপির নামে চাঁদাবাজি-দখলবাজি করলে ছাড় দেওয়া হবে না: ব্যারিস্টার খোকন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১৬:৪২
অ- অ+

বিএনপির নাম ব্যবহার করে গ্রুপিং, চাঁদাবাজি-দখলবাজি যারা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কেউ যদি অন্যায় করে থাকে, তাদের নামে মামলা দেন। বিগত সময়ে কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করে থাকলে তার বিরুদ্ধে মামলা দেন। তার ঘরে রাতে ঘেরাও করবেন ৪-৫ জন পাঠিয়ে! মামলা দেওয়ার কথা বলে টাকা চাইবেন! এই কারবার করবেন না।’

শুক্রবার বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘আগে চুপচাপ ছিলেন। এখন যদি নেতৃত্ব দিতে চেষ্টা করেন, গুতাগুতি করেন, গ্রুপিং করেন- আপনাকে কিন্তু আমরা আ. লীগের দোসর হিসেবে চিন্তা করব। নিজেকে সংযত রাখেন। যাদের কর্মকাণ্ডের জন্য বিএনপির বদনাম হবে, বিএনপি তাদের দায় নেবে না। পার্লামেন্ট নির্বাচন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব।’

তিনি বলেন, ‘বিএনপি আল্লাহর সৃষ্টি। জিয়াউর রহমান, বেগম খালেদা, তারেক রহমানের ওপর আল্লাহর সহানুভূতি আছে। এতো নির্যাতন হওয়ার পরেও বিএনপি ঠিক আছে। নতুন করে অনেকে বিএনপিতে ঢুকতে চান। বিএনপিতে নতুন কোনো লোক দরকার নেই। আপনারা ঢুকবেন, বিএনপির নেতা হবেন, তারপর চাঁদাবাজি করবেন!’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের চাঁদাবাজরা বিএনপির কিছু কিছু পুরোনো লোকের সঙ্গে যোগসাজশ করছে। তারা প্রথমে বসে চা খায়, তারপর ভাত খায়; আস্তে আস্তে মিশে যায়। মানুষ মনে করবে ও তো বিএনপি করে। নেতারা এদের থেকে সাবধান। এরা যেন আপনাদের আশপাশে না ঘোরে। আপনিও শেষ দলও শেষ। মানুষ এটা সহ্য করবে না। বিএনপির সাধারণ কর্মীরা এটা সহ্য করবে না। থানায় আপনারা কোনো আওয়ামী লীগ নেতা চাঁদাবাজ দুর্নীতিবাজের পক্ষে তদবির করবেন না। দল আপনাদের দায়িত্ব নিবে না। সারা দেশে দলের নেতাকর্মীরা আপনারা অনেক কষ্ট করেছেন। কষ্টের এই অর্জন নষ্ট হয় এরকম কোনো কাজ করবেন না।’

পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহজাহান রানা, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম প্রমুখ।

(ঢাকা টাইমস/১৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা