নির্বাচন যত দেরিতে হবে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে: টুকু

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘হাজার হাজার মানুষ জীবন দিয়ে ৫ আগস্ট দেশ হাসিনামুক্ত করলেও প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি। দেশে নির্বাচন যত দেরিতে হবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে যেতে হবে।’
বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি এম নাসের রহমান আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা মুসলমান। আমাদের ইমান আকিদা আছে।
আমরা নামাজ রোজা করি। কিন্তু ইসলাম ও তৌহিদী জনতার নামে আজ দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এতে কারোর লাভমান হওয়ার সুযোগ নেই। বরং সারা বিশ্বের কাছে আমরা কালার হয়ে যাবো।’
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন আয়োজক সাবেক এমপি এম নাসের রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।(ঢাকা টাইমস/২০মার্চ/এসএ)

মন্তব্য করুন