চাঁদপুরে আগুনে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১১:৫৮
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভয়াবহ আগুনে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে বাজারের স্টেশন রোড জেলা পরিষদ মার্কেট সংলগ্ন পৌরসভা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ, স্থানীয় জনতার সহযোগিতায় ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম ও মাসুদ আলম দাবি করেছেন হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এ মার্কেট নিয়ে পূর্বের দ্বন্দ্ব রয়েছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তাই পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এসব দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

তারা আরো জানান, এখানে কয়েকজন দলিল লেখকের অফিস। উপজেলার কয়েক হাজার দলিল ছিল। তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মোতালেব মিয়া বলছেন, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। দলিল লেখক ও ব্যবসায়ীদেরসহ ১৪টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা