মৌলভীবাজারে কয়েকশ বিদ্যুৎ গ্রাহকের সীমাহীন ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৯:৩১
অ- অ+

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে কয়েকশ পল্লী বিদ্যুৎ গ্রাহক সীমাহীন ভোগান্তির শিকার। প্রতিমাসে তাদের চলতি বিদ্যুৎ বিলের সাথে পরিশোধ করা হয়েছে এমন বিদ্যুৎ বিল বকেয়া বিল ধরে দেওয়া হচ্ছে। পরে গ্রাহকেরা আবার ২০ কিলোমিটার দূরের বিদ্যুৎ অফিসে গিয়ে বিলের কাগজ ঠিক করে আনে। এতে ওই এলাকার গ্রাহকেরা মানসিক শারীরিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কটারকোনা বাজার বনিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি এবং পল্লী বিদ্যুৎ গ্রাহক হেদায়েত উল্ল্যাহ ভেলাই ঢাকা টাইমসকে বলেন, আমরা প্রতিমাসে সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকি। অথচ পরে আবার ওই টাকা বকেয়া ধরে দেওয়া হয়। পরে আমাদের কুলাউড়া অফিসে গিয়ে তা ঠিক করে আনতে হয়। সিএনজি ভাড়া ২-৩শ টাকা খরচ হয়।

তিনি বলেন, শত শত বিদ্যুৎ গ্রাহক প্রতি মাসে ভোগান্তির শিকার হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমসকে বলেন, আমি বিষয়টি জেনেছি। এটা ব্যাংক সময়মত স্টেটমেন্ট না দেওয়ায় হয়েছে। আমি নতুন এসেছি। আগামী রবিবার অফিসে গিয়ে সেটা ভালোভাবে খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা