ওয়াকফ বিল ভারতের মুসলিম অধিকার হরণের নয়া কৌশল : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১৯:০১
অ- অ+

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসে গভীর উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

গত ৩ এপ্রিল ভারতের লোকসভায় পাসকৃত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার নয়া কৌশল বলে মন্তব্য করেন তিনি।

রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত ভারতে মুসলিম সংখালঘু নিপীড়ন বন্ধ ও ওয়াকফ সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, ওয়াকফ সংশোধন আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান, খানকা-মাজার ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে। সংশোধনী বিলে ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম ২ জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে, যা মুসলমানদের জন্য চরম উদ্বেগের বিষয়। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে। ভারতের বিজিপি সরকারের এসব কর্মকান্ডই প্রমাণ করে তারা চরম মুসলিম বিদ্বেষী।

লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন বলেন, আমরা মনে করি ভারত সরকার রাজনৈতিক ও সাম্প্রদায়িক হীন উদ্দেশ্যেই এই বিল পাশ করা হয়েছে। বর্তমানে ভারতে ২৫ কোটির বেশি মুসলমানের বসবাস। ভারতে হাজার বছরের পুরনো মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নানা কূটকৌশলে ধ্বংস করা হচ্ছে। মুসলমানদের অন্যতম শরীয়তের বিধান ‘তিন তালাক’ নিষিদ্ধ করা হয়েছে। লাভ ম্যারিজের নামে ধর্মান্তর প্রক্রিয়াকে সীমিত করা হয়েছে। গরুর গোশত রাখার অযুহাতে মুসলমানদের প্রায়ই পিটিয়ে হত্যা করা হচ্ছে। মুসলমানদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলী বলেন, ভারত ধর্মনিরপেক্ষতার মোড়কে মুসলিম সংখালঘু নিধন অভিযান চালিয়ে যাচ্ছে। বিজিপি সরকার এসব মুসলিম বিদ্বেষী অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। আমরা আশা করি, অবিলম্বে ওয়াকফ সংশোধন বিল বাতিল করে ভারতের মুসলমানদের জীবন, সহায়-সম্পত্তিসহ সকল স্বার্থরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নিবে।

ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, মহানগর সহ সভাপতি ডা. ইউসুফ পাটোয়ারী, শ্রম সম্পাদক এনামুল হক আকন্দ, কোতোয়ালি থানা সভাপতি মো. আনিস ও সাধারণ সম্পাদক মো. জীবন প্রমুখ।

কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাম জোটের শীর্ষনেতা কমরেড শামসুল আলম, এনডিএম মহাসচিব মমিনুল আমিন, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল সোহেল, পিপলস পার্টির মহাসচিব বিলকিস খন্দকার, গণফোরাম তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, ছাত্র ফোরাম সভাপতি সানজিদ রহমান শুভ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য সাইফুল ইসলাম ফয়সল, ছাত্রমিশনের রেজোয়ান আহমেদ প্রমুখ।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান আগামী ১৩ এপ্রিল ওয়াকফ সংশোধন বিল বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দুই সিটিতে এবার বসছে ১৯টি কোরবানির পশুর হাট
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা