সিরাজগঞ্জে অপহরণের ৮ দিন পর শিশু উদ্ধার, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ১৯:২১| আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৩০
অ- অ+

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভাড়া বাসা থেকে ৮ মাস বয়সী শিশুকে অপহরণের পর বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনার ৮ দিন পর যশোর থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।

উদ্ধার হওয়া শিশু দিঘি মনি (৮ মাস) সিরাজগঞ্জ শহরের গয়লা মহল্লার বাপ্পী মন্ডলের মেয়ে।

গ্রেপ্তারকৃতরা হলেন— বগুড়ার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের মৃত গোলজার সেখের ছেলে কালাম সেখ (৪০) ও একই উপজেলার কুড়িগাতি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।

ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সিরাজগঞ্জ শহরের গয়লা মহল্লার বাপ্পী মন্ডল তার স্ত্রী মরিয়ম খাতুন ও মেয়ে শিশু দিঘি মনিকে নিয়ে রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামের বাদশা মিয়ার বাসায় ভাড়া থাকেন। ৩০ মার্চ দুপুরে শিশুটির মাকে ঘোল (মাঠা) খাইয়ে অচেতন করে ওই বাড়ি থেকে শিশু দিঘি মনিকে অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুটির মা ৩১ মার্চ থানায় অপহরণ মামলা করেন।

এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে গত ৪ এপ্রিল রংপুর থেকে কালাম সেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৫ এপ্রিল রায়গঞ্জ থেকে অপর সদস্য হারুন আর রশীদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৬ এপ্রিল দুপুরে যশোরের কোতোয়ালি উপজেলার তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের কাছ থেকে অপহৃত শিশু দিঘি মনিকে উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ৪২ বছর বয়সী সামিউল ইসলাম নিঃসন্তান। ভুয়া বাবা মা সেজে স্টাম্পের মাধ্যমে চুক্তি পত্র সম্পূর্ণ করে ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়ে ছিল শিশু দিঘি মনিকে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া শিশুটিকে সুস্থভাবে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই রায়গঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজে নেমে পড়ে। এত দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করতে পারবো এটা ভাবতে পারিনি। শিশু দিঘি মনিকে সুস্থভাবে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে সত্যি আমরা আনন্দিত।

(ঢাকা টাইমস/০৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা