সুনামগঞ্জে পানিতে ডুবে ও ট্রলিচাপায় তিন শিশু নিহত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশু ও শাল্লা উপজেলায় ট্রলিচাপায় এক শিশু নিহত হয়েছে। রবিবার দুটি উপজেলায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে নিহতরা হলো- জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে সাফায়েত (৬) এবং জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে মীম আক্তার (৬)।
অন্যদিকে ট্রলিচাপায় নিহত শিশু হলো জেলার শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের অরবিন্দু দাশের ছেলে পলক চন্দ্র দাশ (৭)।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত মীমের মা ঢাকায় চাকরি করার কারণে সে দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানির সাথে থাকতো। সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করার এক ফাঁকে সবার চোখের আড়ালে দুজনেই বাড়ির সামনে ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন দুজনকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তবে ট্রলিচাপায় নিহত পলক দাশের বাবা অরবিন্দু দাশ জানান, ‘পার্শ্ববর্তী হরিপুর গ্রামের ভূপেন্দ্র দাশের ছেলে রিপন দাশের ট্রলির নিচে পড়ে আমার বাচ্চাটি মারা গেছে। আমি তার বিরুদ্ধে মামলা করব।’
শাল্লা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব বিশ্বাস জানান, ‘ট্রলিচাপা পড়ে শিশুটির মাথায় আঘাত পেয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়। মরদেহ হাসপাতালেই রয়েছে।’
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ট্রলির নিচে চাপা পড়ে শিশুটি মারা যায়। মরদেহের সুরতহাল চলছে। এখনও কেউ থানায় মামলা করেনি।‘
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এজে)

মন্তব্য করুন