মৌলভীবাজারে সাবেক এমপিকে কটূক্তি করে বক্তব্য, বিএনপি নেতা বহিষ্কার

মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা নুরুল ইসলাম নানু মিয়াকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, গত ১৫ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মিসভায় সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নানু মিয়া মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ পদবি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) নুরুল ইসলাম নানু মিয়াকে চিঠি দিয়ে বলা হয়েছে, এ রকম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান দলীয় গঠনতন্ত্র পরিপন্থি। এই আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
(ঢাকা টাইমস/২৪এপ্রিল/এসএ)

মন্তব্য করুন