বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৫, ১৬:৪৩
অ- অ+

বগুড়ার শেরপুর উপজেলার করতোয়া নদীর ধার থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্দিযান শ্মশান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকায় একটি পুরাতন ব্রিজ রয়েছে, যেখানে সন্ধ্যার পর প্রায়ই ছিনতাই ও মাদকসেবীদের আড্ডা হয়। নির্জন হওয়ায় সাধারণ মানুষ সেখানে চলাচল করে না। তারা ধারণা করছেন, হত্যাকারীরা ইচ্ছাকৃতভাবে নির্জন এই স্থানটিকেই বেছে নিয়েছে।

চন্ডিযান এলাকার বাসিন্দা মাজেদা খাতুন বলেন, ‘আমি জ্বালানি সংগ্রহের জন্য শ্মশানঘেঁষা জঙ্গলে গিয়েছিলাম। হঠাৎ তীব্র দুর্গন্ধ পেয়ে মনে হলো শিয়াল মরে গেছে। পরে কাছে গিয়ে দেখি একটি মানুষের মরদেহ পড়ে আছে।’

খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং করতোয়ার পাশে এক অজ্ঞাত যুবকের পঁচাগলা মরদেহ উদ্ধার করি। মরদেহে পচন ধরায় আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

(ঢাকা টাইমস/২৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা