কাউন্সিলরদের স্বপদে পুনর্বহালে চুক্তি সংশোধনের দাবি ব্যারিস্টার ফুয়াদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৫, ১৯:৪৪
অ- অ+

দায়িত্ব হারানো কাউন্সিলরদের স্বপদে পুনর্বহালে এ সংক্রান্ত চুক্তি সংশোধনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কাউন্সিলর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘নাগরিকদের রাষ্ট্রই কিন্তু বাংলাদেশ। নির্বাচিত কাউন্সিলররা কেবল নাগরিক নন, তারা তাদের এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সুতরাং কাউন্সিলর পদ কেড়ে নেওয়ার মাধ্যমে তার সম্মানও কেড়ে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তারা যেন এ চুক্তি সংশোধন করে এবং যৌক্তিক বাছাই করে যেন কাউন্সিলরদের নিয়োগ দেওয়া হয়।’

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছেন- এমন মন্তব্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের প্রত্যেকটি প্রশাসনিক সার্ভিস ভেঙে পড়েছে।’

তিনি বলেন, ‘১৯৭১ সালেও এভাবে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যায়নি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ২.০ করার কথা ছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু দুঃখের বিষয়, সে উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না। আমলা-নির্ভরতার কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে।’

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ‘সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী। কার জন্য কোনটা প্রযোজ্য আর কোনটা প্রযোজ্য না, সেটা যাছাই-বাছাই করার ক্ষমতা তাদের নেই। পুরাতন কর্মচারীরা আওয়ামী দোসরদের সামনে রেখে ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছে।’

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা