ঝিকরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১২:০৮
অ- অ+

যশোরের ঝিকরগাছার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ঢাকা ডিবির ইন্সপেক্টর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাতে ঢাকার পান্থপথ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিকরগাছার কাউরিয়া গ্রামের মৃত হুমায়ুন রশিদের ছেলে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশিদ (৪৮), ঝিকরগাছা পৌর যুবলীগের সহসভাপতি ও পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার পুরন্দরপুর গ্রামের শামসুর রহমানের ছেলে আমিরুল ইসলাম রাজা (৪৭) ও উপজেলা যুবলীগ নেতা কৃষ্ণনগর গ্রামের ওবায়দুল হকের ছেলে জাফিরুল হক (৪৫)।

ডিবি পুলিশ জানায়, ঢাকার পান্থপথ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই তিনজন। এসময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রবিবার তাদের ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা