প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, মিরপুর সেবাকেন্দ্রে পরিদর্শন টিম

সারাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকার মিরপুর-১৪ নম্বর এলাকায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কোলাবোরেশন এলএবি প্রেজেক্টের পক্ষে তথ্য সংগ্রহের কাজ করেন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট শবনব ফেরদোসী।
এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে মিরপুর কনসালটেন্ট ডা. শামিমা পারভিন (শান্ত) উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে শবনব ফেরদোসী জানান, বিডিডিটি সারাদেশের ৩২টি এসএসকে পরিদর্শন ও তথ্য সংগ্রহ করবে, যার অংশ হিসেবে ঢাকার মিরপুর-১৪ কেন্দ্রটি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা হলো। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে ভবিষ্যৎ বিভাগীয় পর্যায়ে গোলটেবিল বৈঠকের মাধ্যমে পরামর্শগুলো সরকারকে প্রস্তাব আকারে পেশ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই পরিদর্শন কর্মসূচি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে জাতীয় পর্যায়ে আধুনিকায়ন, সেবার বিস্তার এবং নীতিগত পরিকল্পনা তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
(ঢাকা টাইমস/২৬মে/এসএ)

মন্তব্য করুন