সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে পুশইনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার ও ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পুশইনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে তারা তো আমাদের দেশেরই লোক। আমরা ভারতকে বলেছি, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর জন্য। কিন্তু তারা সেটা করছে না। এ বিষয়ে আমাদের পর্যায়ে বৈঠক হয়েছে। তবে সীমান্তের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। আমাদের বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে পুশইনের বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, কারাগারকে ‘কারেকশন সেন্টার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যেখানে বন্দিরা কাজ করে অর্থ উপার্জন করতে পারবে, যাতে তাদের পরিবারের ভরণপোষণ সহজ হয় এবং কারাগারের পরিবেশ আরও মানবিক ও উন্মুক্ত হয়।
তিনি এ সময় রাজনৈতিক বন্দিদের বিষয়ে বলেন, পূর্বের তুলনায় বর্তমানে আইন অনুযায়ী সমতার ভিত্তিতে তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে। উপদেষ্টা বলেন, আসন্ন ঈদ ও দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। গতবার ঈদ ভালো কেটেছে, এবারও ভালো যাবে বলে আমরা আশাবাদী।
এর আগে এদিন সকালে প্যারেড গ্রাউন্ডে ১৪তম ডেপুটি জেলার ও ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে ১৮ জন ডেপুটি জেলার ও ৫০৮ জন কারারক্ষী নতুনভাবে কারা বিভাগে যোগদান করেন।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, কারা কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/২৭মে/এসএ)

মন্তব্য করুন